যৌতুক চাওয়ার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন স্বামী

২৩ নভে, ২০০৮ ·


টাইটেল ভূল পড়েন নি। আজকের দৈনিক পত্রিকার খবর

১৩ বছর দাম্পত্যজীবন অতিবাহিত করার পর গোপালগঞ্জের টুঙ্গীপাড়া নিবাসী কামরুল হোসেন তার স্ত্রী ডালিয়া পারভীনসহ ৪ জনের বিরুদ্ধে (ডালিয়ার ভাই মেহেদী হাসান, মা রিনা বেগম ও পিতা কোমরে আলম শেখ) যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন। গত বুধবার মামলাটি দায়ের করা হয়েছে ঢাকা সিএমএম আদালতে।

ঢাকা মহানগর হাকিম ড. মো. আবদুল মজিদ বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির নির্দেশ দিয়েছেন। এ সম্পর্কে বাদীর আইনজীবী মশিউর রহমান মুরাদ জানান, এ ধরণের ঘটনা ব্যতিক্রম হলেও বাস্তব। অনেক স্বামীই স্ত্রীর হাতে নির্যাতিত হয় কিন্তু বলতে পারে না

অভিযোগে বলা হয়, দাম্পত্যজীবনে তারা দুই সন্তানের জনক-জননী। স্ত্রী বিভিন্ন সময় মা-বাবা ও ভাইয়ের পরামর্শে সংসার না করার ভয় দেখিয়ে ২ লাখ টাকা নিয়েছে। সর্বশেষ তার ভাইকে বিদেশে পাঠানোর জন্য দাবিকৃত ৩ লাখ টাকা না দেয়ায় নগদ ৪ লাখ টাকা ও ১ লাখ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে স্ত্রী বাবার বাড়ি চলে যায়। গত ৩০ অক্টোবর স্বামী তাকে আনতে গেলে তিনি জানান, তার নামে ৫ লাখ টাকার ডিপোজিট করে দিতে হবে।

ডিসক্লেইমার: যারা এখনও নানান শংকায় বিয়ে করেন নি, এই লেখাটিতে তাদের জন্য কোন বার্তা নেই।

এই ব্লগে..

বাংলাদেশ: মানুষ, প্রেম, স্বাধীনতা, রাজনীতি, দারিদ্রতা আর সম্ভাবনার দেশ। সে দেশের কিছু বিষয়...মনের গভীরে আকি-বুকি কাটা ঘটনা আর অবসরের হাবিজাবি নিয়ে আমার এই ব্লগ।

যেকোন বিষয় নিয়ে মেইল করতে পারেন: bdidol@জিমেইল.কম

সাম্প্রতিক পোষ্ট

সামহ্যোয়ার ব্লগ পোষ্ট