ই-প্রথম আলোঃ অনলাইনে বাংলা পত্রিকার নবতর যাত্রা

২৩ নভে, ২০০৮ ·

প্রথম আলো গতকাল থেকে ই-প্রথম আলো চালু করেছে। আজকে ঢুকে খুবই সুন্দর লাগলো। আমার যারা অনলাইনে দেশের পত্রিকা পড়ি, আসল পত্রিকার চেহার কখনই পাই না, এ অভিযোগ অনেকের। অনেকেই পত্রিকার বিজ্ঞাপন গুলোও মিস করেন। কিছু কিছু পত্রিকা (ইত্তেফাক, আমাদের সময়..) প্রথম ও শেষ পাতার স্ক্যান কপি হোমপেজে দিত (বিজ্ঞাপন ছাড়া)। কিন্তু প্রথম আলোর এই ভার্সণ টি চমৎকার ইন্টারআ্যাকটিভ মনে হল। প্রথম আলোর কর্পোরেট পলিসি নিয়ে আমার ক্ষোভ থাকলেও এই দারুণ উদ্যোগটিকে স্বাগত জানাই। আশা করব অন্য পত্রিকাগুলোও শীঘ্রই এ ধারা অনুসরণের চেষ্টা করবে।

এই ব্লগে..

বাংলাদেশ: মানুষ, প্রেম, স্বাধীনতা, রাজনীতি, দারিদ্রতা আর সম্ভাবনার দেশ। সে দেশের কিছু বিষয়...মনের গভীরে আকি-বুকি কাটা ঘটনা আর অবসরের হাবিজাবি নিয়ে আমার এই ব্লগ।

যেকোন বিষয় নিয়ে মেইল করতে পারেন: bdidol@জিমেইল.কম

সাম্প্রতিক পোষ্ট

সামহ্যোয়ার ব্লগ পোষ্ট