সামহোয়্যার ব্লগের প্রথম পাতা!!

২৬ নভে, ২০০৮ ·

বসে বসে ব্লগের পুরানো পাতা দেখছিলাম। ভাবলাম প্রথম পাতা টি দেখি। সামুতে এই পর্যন্ত ৬৭০৯ পাতা লেখা হয়েছে। মোট পোষ্ট আনুমানিক ১০০৬২০ টি। প্রথম পোষ্টটি করেন দেবরা , ১৫ ই ডিসেম্বর, ২০০৫ দুপুর ২:২৬ মি:। প্রথম পোষ্টটির বানান ভূল আছে:

ইমরান ব্লগ স্রষ্ট া

প্রথম পাতায় দেবরার পোষ্ট আছে ৪ টি। সমকালের গান এর পোষ্ট আছে ১ টি। এবং আড্ডাবাজ এর পোষ্ট আছে ২টি। ব্লগ ডেভেলপার হাসিনের পোষ্ট আছে ১ টি (বর্তমানে প্রথম আলো ব্লগের সাথে জড়িত)

কিছু ছবি:



এই ব্লগে..

বাংলাদেশ: মানুষ, প্রেম, স্বাধীনতা, রাজনীতি, দারিদ্রতা আর সম্ভাবনার দেশ। সে দেশের কিছু বিষয়...মনের গভীরে আকি-বুকি কাটা ঘটনা আর অবসরের হাবিজাবি নিয়ে আমার এই ব্লগ।

যেকোন বিষয় নিয়ে মেইল করতে পারেন: bdidol@জিমেইল.কম

সাম্প্রতিক পোষ্ট

সামহ্যোয়ার ব্লগ পোষ্ট