দ্রুতগতির ফ্রি পিডিএফ রিডার

২৩ নভে, ২০০৮ ·

পিডিএফ(PDF) একটি জনপ্রিয় এবং প্রয়োজনীয় ফাইল ফরমেট । পিডিএফ ফাইল ওপেন করার জন্য আমরা সাধারনত Adobe Acrobat Reader ব্যবহার করে থাকি । Acrobat Reader পিসিতে অনেক জায়গা নেয় এবং পিডিএফ ফাইল খুলতে অনেক সময় লাগে ।

এ সমস্যা এড়াতে http://www.foxitsoftware.com ওয়েব সাইট থেকে Foxit Reader সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করে নিন । এটি আকারে খুব ছোট এবং ইন্সটল হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে । পিডিএফ ফাইল খোলা যায় খুব দ্রুত। তাই দেরি না করে এখনই ডাউনলোড করে নিন এই ফ্রি সফটওয়্যারটি।


বিজ্ঞানী সাইট থেকে

এই ব্লগে..

বাংলাদেশ: মানুষ, প্রেম, স্বাধীনতা, রাজনীতি, দারিদ্রতা আর সম্ভাবনার দেশ। সে দেশের কিছু বিষয়...মনের গভীরে আকি-বুকি কাটা ঘটনা আর অবসরের হাবিজাবি নিয়ে আমার এই ব্লগ।

যেকোন বিষয় নিয়ে মেইল করতে পারেন: bdidol@জিমেইল.কম

সাম্প্রতিক পোষ্ট

সামহ্যোয়ার ব্লগ পোষ্ট