ব্লগীয় দায়িত্বহীনতা এবং প‌্যাচালী

২৩ নভে, ২০০৮ ·

ব্লগ হিসাবে প‌্যাচালীর নানারকম দূর্ণাম আছে...সাইটটি এখনও জমজমাট হয়ে উঠতে পারে নি। জামায়াত সমর্থক, আওয়ামী লিগ সমর্থক এই ধরনের নিকের লোকজনও সেখানে ব্লগিং করতো...কিন্তু পরিবেশটি ভালো ছিল..গালাগালি বিহীন..কিছু কিছু মানসম্পন্ন ব্লগারও ছিলেন সেখানে।

সাইটটির নানা সমস্যা বিভিন্ন সময়ে ব্লগাররা তুলে ধরেছেন...কর্তপক্ষ (সম্ভবত: একজন) জানিয়েছিলেন পরবর্তী ভার্সণে এইগুলো দ্রুত সমাধান করা হচ্ছে। কিন্তু কোন সময় দেন নি তিনি। আমি একাধিক বার জানতে চেয়েছিলাম আমরা নতুন ভার্সণ কবে পাব...জানতে পারি নি।।

গতকাল সাইটে ঢুকতে যেয়ে দেখি:

We are upgrading the site completely and that's why we will be unavailable for next couple of months.

Sorry for the interruption.

- Pechali Admin

আমাদের পোষ্টগুলো ব্যাক আপ করার নূন্যতম সুযোগটাও পেলাম না।

ব্লগ একটি সামাজিক যোগাযোগের মাধ্যম...এর সাথে যারা জড়িত তাদের কাছ থেকে আরো অনেক বেশী দায়িত্বশীল আচরণ আশা করি।।

সামহোওয়্যারের ক্ষেত্রেও এটি প্রযোজ্য..সাইট আপডেট করা হবে..খুশীর কথা....এক-দুদিন আগে থেকে একটি নোটিশ ঝুলিয়ে দিলে কি খুব বেশী সমস্যা হয়?? সারাদিন ধরে হাজার খানেক লোক ক্লিক করে করে ক্লান্ত হয়...

এডমিনরা ভেবে দেখবেন আশা করি..

এই ব্লগে..

বাংলাদেশ: মানুষ, প্রেম, স্বাধীনতা, রাজনীতি, দারিদ্রতা আর সম্ভাবনার দেশ। সে দেশের কিছু বিষয়...মনের গভীরে আকি-বুকি কাটা ঘটনা আর অবসরের হাবিজাবি নিয়ে আমার এই ব্লগ।

যেকোন বিষয় নিয়ে মেইল করতে পারেন: bdidol@জিমেইল.কম

সাম্প্রতিক পোষ্ট

সামহ্যোয়ার ব্লগ পোষ্ট