চেন্জ উই বিলিভ: আমাদের দেশের রাজনীতিতেও আসছে ভিডিও কনফারেন্স

২৩ নভে, ২০০৮ ·

ওবামার ডেমোক্রেটিক কনভেনশনে বেডরুম থেকে ভিডিও কনফারেন্স দেখে যারা ভাবতেন..আমাদের দেশে কবে হবে?? সুখবর হলো সেটা আজই হবার কথা ছিল।

আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া প্রার্থীদের সমর্থকদের সঙ্গে শনিবার সন্ধ্যার পর শেখ হাসিনার ভিডিও কনফারেন্স করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।

বিকেলে সাংবাদিকদের আওয়ামী লীগের তথ্য সচিব বলেছিলেন, "ভিডিও কনফারেন্সের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সুধা সদনের ফটকের সামনে একটি ৪২ ইঞ্চি এলসিডি মনিটর ও ওয়েবক্যাম বসানো হয়েছে। শেখ হাসিনা বাড়ির ভেতর থেকে এবং কর্মী-সমর্থকরা বাইরে থেকে এতে অংশ নেবেন। মনিটরের একটি অংশে শেখ হাসিনাকে এবং অন্য অংশে কর্মীদের দেখা যাবে। সন্ধ্যার পর কোনো এক সময় এই কনফারেন্স হবে। নিরাপত্তার খাতিরে মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে সামনাসামনি কথা বলা সভানেত্রীর পক্ষে সম্ভব নয়। এ জন্যই ভিডিও কনফারেন্সের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি সবার সঙ্গেই কথা বলতে পারবেন।"

বেলা সাড়ে ৩টার দিকে এক দফা পরীক্ষামূলক কনফারেন্সও করেন শেখ হাসিনা। সে সময় তিনি বাড়ির বাইরে থাকা দলীয় কর্মী ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলেন।

কিন্তু মহাজোটের শরিক দলগুলোর সঙ্গে বৈঠকের কারণে ভিডিও কনফারেন্সটি হয়নি। পরে সেটি আর আয়োজন করা হবে কিনা তা জানা যায়নি।

আমরা আশা করছি কালকেই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই ঐতিহাসিক ঘটনা চাক্ষুস করবো।

বিডিনিউজ থেকে সংকলিত

এই ব্লগে..

বাংলাদেশ: মানুষ, প্রেম, স্বাধীনতা, রাজনীতি, দারিদ্রতা আর সম্ভাবনার দেশ। সে দেশের কিছু বিষয়...মনের গভীরে আকি-বুকি কাটা ঘটনা আর অবসরের হাবিজাবি নিয়ে আমার এই ব্লগ।

যেকোন বিষয় নিয়ে মেইল করতে পারেন: bdidol@জিমেইল.কম

সাম্প্রতিক পোষ্ট

সামহ্যোয়ার ব্লগ পোষ্ট