ধূমপান প্রতিরোধে ৫শ মিলিয়ন ডলার দিলেন বিল গেটস ও ব্লুমবার্গ

২৫ নভে, ২০০৮ ·

বিশ্বের অন্যতম সেরা ধনী বিল গেটস এবং নিউইয়র্ক সিটির মেয়র মাইকেল ব্লুমবার্গ ৫শ মিলিয়ন ডলার বরাদ্দ করেছেন ধূমপান থেকে মানুষকে বিরত হওয়ার প্রকল্পে। ২৩ জুলাই নিউইয়র্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তারা দুই জন অঙ্গীকার করেন। বরাদ্দকৃত অর্থ আগামী ৪ বছরে ব্যয় করা হবে সারাবিশ্বে। প্রসঙ্গত, ইতোপূর্বে বিশ্বের খ্যাতনামা সেবামূলক প্রতিষ্ঠান 'বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন' ধূমপান বিরোধী অভিযানে ১২৫ মিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। এ অর্থ ৫ বছরে ব্যয় করার কথা। একইভাবে নিউইয়র্কের ধনাঢ্য ব্যবসায়ী ও সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গের সেবামূলক প্রতিষ্ঠান 'বুমবার্গ ফাউন্ডেশন'ও ৪ বছরে ১২৫ মিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, চলতি একুশ শতকে সারাবিশ্বে ধূমপানজনিত রোগে এক বিলিয়নেরও বেশি মানুষের মৃতু্য হবে। এর সিংহভাগই হচ্ছে গরিব এবং মাঝারী আয়ের দেশের নাগরিক। কেননা গরিবেরাই অধিক হারে ধূমপান করছেন বলে সাম্প্রতিক একাধিক গবেষণায় জানা গেছে। উল্লেখ্য, বর্তমানে সারাবিশ্বে ধূমপান বিরোধী অভিযানে ব্যয় হচ্ছে মাত্র ২০ মিলিয়ন ডলার। উপরোক্ত দুটি প্রতিষ্ঠানের অর্থ যোগ হয়ে তা দাঁড়াবে বার্ষিক ১২৫ মিলিয়ন ডলার যার মাধ্যমে এ কার্যক্রম জোরদার করা সম্ভব হবে।

এই ব্লগে..

বাংলাদেশ: মানুষ, প্রেম, স্বাধীনতা, রাজনীতি, দারিদ্রতা আর সম্ভাবনার দেশ। সে দেশের কিছু বিষয়...মনের গভীরে আকি-বুকি কাটা ঘটনা আর অবসরের হাবিজাবি নিয়ে আমার এই ব্লগ।

যেকোন বিষয় নিয়ে মেইল করতে পারেন: bdidol@জিমেইল.কম

সাম্প্রতিক পোষ্ট

সামহ্যোয়ার ব্লগ পোষ্ট