গল্পটি খুবই ছোট....ছোট গল্পের মাঝেও ছোট...

১৭ নভে, ২০০৯ · 11 মন্তব্য(গুলি)

স্বৈরাচার এক শাসক নিজের ছবি দিয়ে স্ট্যাম্প বের করার পর একদিন খোঁজ নিতে গেলেন।

–কী, স্ট্যাম্পটা কেমন চলছে?]
–স্ট্যাম্প তো চলছে না স্যার। সবকিছু ভালো হয়েছে কিন্তু ভালো আঠা দেওয়া হয় নাই।
–কী! ডাক তাকে। আঠার দায়িত্বে কে ছিল?

আঠার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসে বললেন, স্যার আঠা তো ভালোই দিয়েছি কিন্তু লোকজন তো আঠার দিকে থুতু দেয় না, থুতু দেয় উল্টো দিকে।

[sb]১৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৮[/sb]

we are sorry to inform that we had to remove one of your comment from a perticular post ([sb]ত্রিভুজের ব্লগ টাইটেল ক্লিক করার আগে আরেকবার ভাবুন[/sb]) . please note: this action is taken to maintain civil environment of the blog according to rule:

৫খ. যদি কোন ব্লগের মন্তব্যে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালি সম্বলিত উপাদান থাকে তাহলে ব্লগ লেখকের অনুমতি ছাড়াই সেই মন্তব্য মুছে দিতে পারি ।

যা করেছিলাম: ২০০৭ এর একটি পোষ্ট ছিল সেটি। পোষ্টেরে টাইটেলে একটি স্ক্রিপ্ট বসিয়ে ত্রিভুজ অন্য ব্লগারদের আইপি ট্রেক করছিল। বিষয়টা ধরার পড়ার পরও ত্রিভুজ স্বীকার করে নি যে এটা প্রাইভেসি আইনের লংঘন এবং বেআইনি। আমার মন্তব্য ছিল এইরকম--

যদি ত্রিভুজকে নিয়ে আমার ভিন্ন ধারণা ছিল নানা সমালোচনা করা সত্ত্বেও...কিন্তু এখন মনে হচ্ছে নতুন করে ভাবতে হবে।

[sb]১৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪৪ [/sb]

your post ([sb]১৫ টি সেরা ইরোটিক ছবির কালেকশন (১৮+)[/sb]) have been kept in your blog as draft due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog.

৩খ. যদি পোস্ট কিংবা ছবিতে ব্যক্তি আক্রমণ, হয়রানিমূলক, কুৎসা রটনামূলক, অশ্লীলতা, কুরুচিপূর্ণ, আপত্তিকর, গালিগালাজ এবং পর্ণগ্রাফি সম্বলিত বক্তব্য কিংবা বিষয় থাকে।

৩ঙ. অন্য কোন সাইটের কিংবা ব্লগের আপত্তিকর কন্টেন্ট দেখার লিংক সম্বলিত পোস্ট।

কি ছিল: রোমান্টিক এবং ইরোটিক মুভির একটা কালেকশন....ডাউনলোড লিংক ছিল স্টেজভূ এবং মেগাআপলোড...একই ধাচেঁ ২০ টি মুভি নিয়ে একটা পোষ্ট আছে শওকত হোসেন মাসুম ভাইয়ের। রাত ৩ টায় পোষ্ট করা এই পোষ্টটি সকাল ১০ টার মধ্যে ৬০০ হিট পেয়েছিল।

এবং এর পরপরই আমি ওয়াচে চলে যাই....

কেন আমি ওয়াচে গেলাম সেটা নিয়ে ছোট একটা পোষ্ট দেই এইসময়....

ঘটে মজার ঘটনা...

১৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪২ আপনাকে পোস্ট ব্যান করা হয়েছে

১৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪২ আপনাকে কমেন্ট ব্যান করা হয়েছে

এবং অত:পর

১৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৩

your post ([sb]কি কারনে আমাকে ওয়াচে নেওয়া হয়েছে সবাই জানুন!![/sb]) have been deleted due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog.

৩ঘ. যেকোন ধরণের কল্পিত বা মিথ্যা পোস্ট বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্যে খবরের আকারে প্রকাশ করা হলে ।

এই ব্লগে গত ১৬ মাসে আমার পরিসংখ্যানঃ

# মন্তব্য করেছেন: ১৩৩৫০টি
# ব্লগটি মোট ১৯৮২৯৫ বার দেখা হয়েছে

আমি এখনও কোন তম পোষ্ট করেনি..ভেবেছিলাম ২ লক্ষ হিটে একটা করবো...পারলাম না...

মুখে কেন যেন দলা পাকানো থুতু আসছে...

এই ব্লগে..

বাংলাদেশ: মানুষ, প্রেম, স্বাধীনতা, রাজনীতি, দারিদ্রতা আর সম্ভাবনার দেশ। সে দেশের কিছু বিষয়...মনের গভীরে আকি-বুকি কাটা ঘটনা আর অবসরের হাবিজাবি নিয়ে আমার এই ব্লগ।

যেকোন বিষয় নিয়ে মেইল করতে পারেন: bdidol@জিমেইল.কম

সাম্প্রতিক পোষ্ট

সামহ্যোয়ার ব্লগ পোষ্ট