ইন্টারনেট সিকিউরিটি..ঝামেলা বিহীন সমাধান

২৯ অক্টো, ২০০৮ ·

ব্লুকোটের কে-৯ ওয়েব প্রটেকশা একটি কন্টেন্ট ফিল্টারিং ফ্রি সফটওয়্যার। পারিবারিক ভাবে ইন্টারনেটকে নিরাপদ রাখার জন্যই এর যাত্রা। বর্তমানে এর ব্যবহারকারী হলো প্রায় ৭,৬৫,০০০।

ডাউনলোড করে ইন্সটলেশনরে পর এর একটি এডমিন প‌্যানেল আসবে। সেখানে একটি পাসওয়ার্ড দিতে হবে..ফিল্টার কন্টেন্ট এর যেকোন পরিবর্তন করতে বা সফটওয়্যারটি আনইনস্টল করতে এটি লাগবে।



এটি ইন্টারনেটের সকল সাইটকে ৬০ টি ক্যাটাগরীতে ভাগ করে। ১৫ লক্ষ ইউজার রেটিং এর ভিত্তিতে এই ক্যাটাগরী ভাগ করা হয়। ডিফল্ট হিসাবে অনেক গুলো কন্টেন্ট বন্ধ থাকবে। যেমন: সোশাল নেটওয়ার্ক, যার ফলে ফেসবুকে ঢুকতে পারবেন না। কোন পরিবর্তন করতে চাইলে এডমিন প‌্যানেলে ঢুকে করে নিতে পারবেন সহজেই।



আপনি যদি কোন ওয়েব সাইট খুলতে যেয়ে ব্লক মেসেজ পান, সেখানে আ্যডমিন প‌্যানেল অপশন আসবে। পাসওয়ার্ড দিয়ে সাময়িক (১৫ মিনিট) বা স্হায়ী ভাবে সাইটটির ব্লক তুলে দিতে পারবেন।

এটি বিশেষ আরো কিছু সুবিধা যেমন: সার্ভিস বেস ফিল্টারিং, ডায়নামিক রিয়েল টাইম রেটিং, অটোমেটিক আপডেট, কার্যকরী ক্যাশিং ইত্যাদি প্রদান করে। এটি সিস্টেমর খুব কম রির্সোস ব্যবহার করে। যেকোন আজে-বাজে সাইট, আ্যড, পপ-আপ ব্লক করে এবং আপনার পিসির সিকিউরিটি অনেকগুণ বাড়িয়ে দেয়।

যাদের ছেলে-মেয়েরা বাসায় নেট ব্যবহার করে, তাদের এটি অবশ্যই ব্যবহার করা উচিত।

এই ব্লগে..

বাংলাদেশ: মানুষ, প্রেম, স্বাধীনতা, রাজনীতি, দারিদ্রতা আর সম্ভাবনার দেশ। সে দেশের কিছু বিষয়...মনের গভীরে আকি-বুকি কাটা ঘটনা আর অবসরের হাবিজাবি নিয়ে আমার এই ব্লগ।

যেকোন বিষয় নিয়ে মেইল করতে পারেন: bdidol@জিমেইল.কম

সাম্প্রতিক পোষ্ট

সামহ্যোয়ার ব্লগ পোষ্ট